ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • স্পেনের মাদ্রিদে বসন্ত বরণ ও পিঠা উৎসব

    স্পেনের মাদ্রিদে বসন্ত বরণ ও পিঠা উৎসব
    স্পেনে পিঠা ‍উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে গত ১৬ ফেব্রুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর ‍আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে রঙ বেরঙের শাড়িতে বাসন্তী সাজে সাজেন তরুণীরা।

    ঋতু রাজ বসন্ত বরণ অনুষ্ঠানের শুরুতেই নানা রঙে বিভিন্ন রকমের দেশীয় সাজসজ্জায় শিশু-কিশোরসহ সকলের উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলার ঐতিহ্যবাহী রকমারি দেশীয় পিঠা ও খাওয়া-দাওয়ার আয়োজন ছিল চোখে পরার মত।

    লাল-নীল, সবুজ, বেগুনি রঙের সুতি, জামদানি শাড়ি ও পাঞ্জাবি পরে বাহারি পিঠার ঝুড়ি নিয়ে সবাই হাজির হন এই উৎসবে। অনুষ্ঠানে পুলি পিঠা, চিতই, ফুলঝুড়ি, গোলাপ, পাটিসাপটা, ভাপা, নকশি পুলি, দুধ চিতই, তেলের পিঠা, নকশি পিঠা, দুধ পুলি ছাড়াও ছিল শিঙাড়া ও পেঁয়াজু। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন হানিফ মিয়াজি ও ফারজানা ইসলাম আখি।

    বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাবাপিয়েস সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্পয়ানিয়ার হল রুমে আয়োজিত উৎসবে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্পয়ানিয়ার পরিচালক এস আর আই এস রবিন, কমিউনিটি ব্যক্তিত্ব জাহিদুর রহমান দিদার, কাজী জসিম, টিটন বিশ্বাস, সুজন মুন্সি, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সাংবাদিক জিয়াউল হক জুমন, আব্দুস সাত্তার, মাহবুব আলম, আলামগীর হোসেন, সায়েক মিয়া, হিমেল, মাসুম শেখ, মোঃ সাগরসহ আরো অনেকে।

    অংশগ্রহণকারী সবাই আগামীতেও প্রবাসীদের নিয়ে এমন আনন্দঘন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

    শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশনা করেন সেন্ত্রো কুলতুরাল দে বাংলাদেশ এন স্প্যানিয়ার শিল্পী হানিফ মিয়াজী,  আল আমিন, অর্পিতা, তৃষা, সায়েবা ও তোহা।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ