চরফ্যাসনে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

চরফ্যাসনে সুনীল অর্থনীতি পরিকল্পনা বাস্তবায়নে উপকূলীয় ও সামদ্রিক জীব বৈচিত্র্য এবং প্রতিবেশ সমিক্ষা ” শীর্ষক প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং পরিবেশ অধীদপ্তর , পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের আয়োজিত অনুষ্ঠিত হয় ।
রবিবার ( ১২ ডিসেম্বর) সকাল ১১ টায় চরফ্যাসন উপজেলা পরিষদেও হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন । সহকারি কমিশনার ( ভূমি ) আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে আয়োজিত ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিংএ স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড: আবদুল্লাহ আল মামুন , সুনিল অর্থনীতি বাস্তবায়নের জীব সংরক্ষনের গুরুত্ব বিষয়ে কি - নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের প্রফেসর ড: নিয়ামুল নাসের ।
এই প্রকল্পের আউটপুট নিয়ে আশা আকাঙ্খা বিষযে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল মালেক মিয়া চরফ্যাসন প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখসহ বক্তব্য রাখেন ।
এইচকেআর