তজুমদ্দিনে দুর্নীতি বিরোধী দিবস পালিত

বৃহস্পতিবার তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে, পল্লী সেবা সংস্থা(পিএসএস) এর সহযোগীতায় দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন। এরপর মানববন্ধন, র্যালী , প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও মাধ্যমিক শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।
তজুমদ্দিন উপজেলার দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত মো. ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক সাদীর সঞ্চালনায় উপজেলা অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক এম.নুরুন্নবী, পল্লী সেবা সংস্থার নির্বাহী পরিচালক মো. ফারুক হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর পরিতোষ বড়ুয়া, অডিট অফিসার তরুন কুমার দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি খোরশেদ আলম, সদস্য ফারুক হোসেন,মো. জিহাদ, রিপোর্টাস ইউনিটি সভাপতি এম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এইচকেআর