ভাইয়ের লাশ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দীপক

ভোলায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী দীপক চন্দ্র দে । ভোলায় ভাইয়ের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিজেই লাশ হয়ে ফিরলেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত দিপক চন্দ্র দে (৪৫) ভোলা পৌর কাচিয়া কলোনী এলাকার বিশ্বেসর চন্দ্র দের ছেলে ও ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চরফ্যাশনে তার নিকটতম আত্মীয় আপন ফুফাতো ভাইয়ের মৃত্যুর খবরে দুপুরের দিকে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিকেল সোয়া চারটার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ধানের গোলা বোঝাই একটি কাঁকড়া ট্রলি তাকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যেই সড়কের উপর সে লুটে পড়ে ঘটনাস্থলেই মারা যায় দীপক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি আটক করেছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ট্রলি আটক করা হয়েছে। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এইচকেআর