খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবীতে দৌলতখানে বিএনপির সমাবেশ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে ভোলার দৌলতখানে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ নভেম্বর) বিকাল ৩টায় দৌলতখান উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির ডাকা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওই শান্তিপূর্ণ সমাবেশে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবী করে নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, যুবদল নেতা মশিউর রহমান লিটন, সাবেক ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম জহির। এসময় উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শাহানুদ্দিন, যুবদল নেতা জুয়েল মাহমুদ জুলু, আলমগীর হোসেন, ছাত্রদল নেতা রাসেল, মির্জা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি