দৌলতখানে বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ভোলার দৌলতখানে গণঅনশন কর্মসূচি পালন করেছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার(২০ নভেম্বর) সকাল ৯টায় থেকে দৌলতখান উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়। দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ' নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতি গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার জসিম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুবদল নেতা মশিউর রহমান লিটন, অাব্বাসউদ্দিন জাবেদ জুয়েল মাহমুদ জুলু।
বক্তারা গুরুতর অসুস্থ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়ার দাবী করেন।
এমবি