দৌলতখানে এসএসসি ও দাখিল পরীক্ষায় অনুপস্থিত ৫০, বহিস্কার ১

ভোলার দৌলতখানে এসএসসি ও দাখিল পরীক্ষায় ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রবিবার (১৪ নভেম্বর) এসএসসি পরীক্ষার প্রথমদিন ৩টি কেন্দ্রে পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় ৪৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। ওই বিষয়ের পরীক্ষায় ৪ জন অনুপস্থিত ছিল।
এ বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে ১ জনকে বহিস্কার করা হয়েছে। দাখিল পরীক্ষা কেন্দ্রে ৬২২ জন পরীক্ষার্থী কোরআন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে। ওই বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৬ জন। এছাড়া ১টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৫ জন পরীক্ষার্থী।
দাখিল পরীক্ষার দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজ কেন্দ্রের সচিব মাও.আব্দুস সামাদ বলেন, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়পছে।
এইচকেআর