চরফ্যাসনে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

চরফ্যাসনের আবুবকর পুরের শতধীক কৃষক ও কৃষাণীদের উপস্থিতিতে শনিবার সকাল ১০ টায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসটি আবুবকরপর ১ নং ওয়ার্ডের মোজাফফর হাওলাদার বাড়িতে আয়োজন করা হয়।
দিবসটি অ্যারাইজ এ জেড ৭০০৬ ধানের বিভিন্ন জাত সম্পর্কে প্রশিক্ষণ এবং সরে জমিনে এই ধান উৎপাদন দেখানো হয়। ধান উৎপাদন কৃষকদের লাভবান হওয়ার দিক নির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠিত মাঠ দিবসে এ ধান উৎপাদনে কৃষকরা আগ্রহ প্রকাশ করেন।
মাঠ দিবসটিতে সভাপতিত্ব করেন, ভায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর পরিবেশক মো. মিলন মাষ্টার। উপস্থিত ছিলেন কৃষিবিদ রোমান উদ্দিন হিরো,টেরিটরি অফিসার ভোলা ও মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. সামিউল হোসেন সহ স্থানীয় কর্মকর্তা ও সাঁকো রিটেইলার এবং স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেন বায়ার ক্রপ সাইন্স লিমিটেড ভোলা চরফ্যাশন উপজেলা শাখা।
এইচকেআর