চরফ্যাশনে জাতীয় সমবায় দিবস পালন

চরফ্যাশনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনবিার সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে কলেজ রোড, সদর রোড এবং ফ্যাসনস্কায়ার হয়ে উপজেলা চত্বরে এসে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলার প্রশাসনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলার সমবায় অফিসার আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, বি আর ডিবির সাবেক চেয়ারম্যান বাবুল, ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, চরফ্যাশন বাজার মুদি ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সমবায় অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতি সর্বোচ্চ অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল পরিশোধের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।
এইচকেআর