তজুমদ্দিনে মাতৃত্বকালীন ভাতার কার্ডের নামে প্রতারণা

ভোলার তজুমদ্দিনে সাবেক এক মহিলা মেম্বারের স্বামী বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার কার্ড না দিয়ে প্রতারণা করে অর্থ নেয়া অভিযোগ পাওয়া গেছে। পরে ওই পরিবারটি ভাতার জন্য দেয়া টাকা চাইতে গেলে হামলা চালায় মহিলা মেম্বারের স্বামীর নেতৃত্বে একদল লোক। এঘটনায় তারা তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২ বছর আগে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার কানন বেগমের স্বামী মোঃ আব্দুল জলিল গোলাকপুর ৩নং ওয়ার্ডের বেলায়েত হোসেনের ছেলে মোঃ নিরব হোসেনের স্ত্রীকে মাতৃত্বকালী ভাতার কার্ড করে দিবেন বলে ৩ হাজার টাকা নেন। পরে জলিল ভাতার কার্ড করে দিতে না পারায় নিরব তার টাকা ফেরত চান। ২ বছর পর্যন্ত জলিল টাকা দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকেন।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুপুর ইউনিয়নের ছোট ডাওরী জলিলের স’মিলের কাছে নিরব টাকা চাইতে গেলে মোঃ আব্দুল জলিল, জামালসহ ৪/৫ নিরবের উপর হামলা চালান। হামলায় নিরব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় আহত নিরব তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ করেছেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমবি