দৌলতখানে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

ভোলার দৌলতখানে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় ১টি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বুধবার(২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নং ওয়াডেরর্ হাজি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মেম্বার প্রার্থী ইয়ার হোসেন মনজুর, সেলিম, সাকিব,সজিব, ছালাউদ্দিন, সোহাগ, তামজিদ, রায়হান, বাচ্চু, আহতদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে কলাকোপা ১ নং ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার প্রার্থী ইয়ার হোসেন তার নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার প্রচাররণা করছিলেন। এসময় প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রাহাত তালুকদারের কর্মী-সমর্থকরা ওই প্রচারণায় হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ’র ঘটনা ঘটে। এসময় তালা প্রতীকের প্রার্থীর সমর্থকের ১টি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় ।
আহত মেম্বার প্রার্থী ইয়ার হোসেন জানান, বুধবার রাতে শান্তিপূর্ণ ভাবে তারা নির্বাচণী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রাহাত তালুকদারের নেতৃত্বে ইমন , ইমরান ও কামালসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে তাঁর ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পাল্টা অভিযোগ এনে ফুটবল প্রতীকের প্রার্থী রাহাত তালুকদার বলেন, আমার উঠান বৈঠক চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়ার হোসেন দলবলসহ হামলা চালিয়ে তাঁর ৫ জন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে ও মোটরসাইকেল ভাঙচুর করে। তিনিও এ ঘটনার বিচার দাবী করেন ।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘ এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর