চরফ্যাসনে পূর্ব শত্রুতার জের ধরে বড় ভাইকে কুপিয়ে জখম

চরফ্যাসনের দক্ষিণ আইচায় পূর্ব শত্রুতার জের ধরে আপন বড় ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাহের কাজীর সাথে আপন ছোট ভাই সিদ্দিক কাজী গংরা দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা করে আসছে, এবং জাহের কাজীর পরিবার পরিজনের উপর হামলা ও মারপিট করে বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে আপন ছোট ভাই সিদ্দিক কাজী।
রোববার (২৪ অক্টোবর) সকালে ছোট ভাই সিদ্দিক কাজীর চরের জমিতে বড় ভাই জাহের কাজীর মহিষ এর বাচ্চা ধান খেলে অবুঝ মহিষের বাচ্চার উপর অমানবিক নির্যাতন করলে বড় ভাই জাহের কাজী বাঁধা দিতে গেলে ছোট ভাই সিদ্দিক কাজীর হাতে থাকা কাঁচির আঘাতে বড় ভাই জাহের কাজী আহত হন। এতে জাহের কাজীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় স্থানীয় হাসান রাড়ী ও তার বউ মাহিনুর বেগম উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
গণস্বাস্থ্যের দায়িত্বরত চিকিৎসক আবু রায়হান বলেন,আহত ব্যক্তির ইনজুরি বেশি হওয়ায় চারটি সিলাই করা হয়েছে।
সূত্রে জানা যায়, অনেক আগ থেকেই ছোট ভাই সিদ্দিক কাজী কয়েকবার বড় ভাই জাহের কাজীর পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করেছে। সিদ্দিক কাজীর অত্যাচার নির্যাতনে পরিবারটি অতিষ্ঠ হয়ে ওঠেছে। তারা খুব অসহায় দিনযাপন করছে। ছোট ভাই সিদ্দিক কাজীর প্রভাব প্রতিপত্তির কাছে লোকজন জিম্মি হয়ে পড়েছে। তার ভয়তে কেউ মুখ খোলে না।কেউ তার কোনো অন্যায়ের প্রতিবাদ করলে তাকে অনেক খেসারত দিতে হয়। এর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। এর হিংস্র থাবা থেকে রেহাই পায় না এলাকার লোকজন। ভুক্তভোগী ও নির্যাতিত লোকজন ন্যায় বিচার দাবি করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক কাজীর সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বড় ভাই জাহের কাজীর হাতে থাকা ছাতীর আঘাতে এমন হয়েছে এর বাহিরে আমি কিছুই জানিনা। এ বিষয়ে দক্ষিণ আইচা থানার তদন্ত (ওসি) মিলন কুমার ঘোষ বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর