ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • পিরোজপুরে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

     পিরোজপুরে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুর জেলা শ্রমিক লীগের আয়োজনে শহরের টাউন ক্লাব থেকে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। পরে শহরের সদর উপজেলার পরিষদের শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় পিরোজপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক।

    পিরোজপুর জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক হান্নান শেখের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সিকদার মন্টু, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান শেখ, সহ-সভাপতি নুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার উদ্দিন খোকন, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন, পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম জনি সহ শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।এরপর থেকে শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর দিক-নিদর্শনা অনুযায়ী শ্রমিকলীগের নেতৃবৃন্দ কাজ করে যাবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ