ঢাকা শুক্রবার, ২৭ জুন ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় জেলের মাঝে চাল বিতরণ করলেন জেলা প্রশাসক

মঠবাড়িয়ায় জেলের মাঝে চাল বিতরণ করলেন জেলা প্রশাসক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘মা ইলিশ রক্ষায় অবরোধ কালীন’ পিরোজপুরের মঠবাড়িয়ার বড় মাছুয়ায় বৃহস্পতিবার সকালে ৮৯৫ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করছেন জেলা প্রশাসক।

এর আগে বড় মাছুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে জনসচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাত হোসেন।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বশির আহম্মেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারি, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মৎস্যজীবী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, ইউপি সদস্য কাইয়ুম হাওলাদার, মৎস্য প্রতিনিধি মনির আকন প্রমূখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন