ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে তাইবু

    কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে তাইবু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেলোয়াড়ি জীবনে বেশ সুনাম অর্জন করেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান তাতেন্দা তাইবু। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কাছে জনপ্রিয় তিনি। খেলা ছাড়ার পর এবার কোচিংয়ে থিতু হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) কোচ হয়ে বাংলাদেশ এসেছেন। তার সঙ্গে বিকেএসপির কোচ হয়েছেন ইংল্যান্ডের অ্যান্ডি কটাম।

    তাইবুকে কোচ করে আনার প্রক্রিয়া অনেকদিন ধরে চালাচ্ছে বিকেএসপি। তবে ভিসা জটিলতায় আটকে ছিল তার বাংলাদেশে আসা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর পাঠানো চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ঘুরে আসতে লেগে গেছে ৩ মাসের বেশি সময়। সকল জল্পনা শেষে বিকেএসপির কোচের দায়িত্ব নিয়েছেন তাইবু। 


    গত ২ আগস্ট বাংলাদেশে এসেছেন তাইবু। কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষে বিকেএসপির কাজে যোগ দেবেন তিনি। বিষয়টি জানিয়েছেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল এ.কে.এম মাজহারুল হক।

    তাইবুর সঙ্গে কাজের ধরণ ও চুক্তির মেয়াদ জানিয়ে এ.কে.এম মাজহারুল হক বলেন, ‘তাইবু আমাদের ব্যাটিং কোচ হিসেবে এসেছেন। আমরা তার সঙ্গে যে ধরনের চুক্তি করেছি তাতে, কাগজকলমে তিনি আমাদের সঙ্গে এক বছর কাজ করবেন। এর মধ্যে যদি পারফরম্যান্স ভালো হয়, পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে হয়তো আমরা আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হবে।’

    সঙ্গে যোগ করেন তিনি, ‘আমাদের বিকেএসপির যে প্রমিলা প্রজেক্ট আছে, এই প্রমিলা প্রজেক্টের যারা ট্রেনার মূলত তাদেরকেই দেখবে। একই সঙ্গে আমাদের নিয়মিত স্টুডেন্টদেরও দেখবে, ছেলে-মেয়ে উভয়দের।’

    তাইবু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোন কাজ করবেন কি না বা বোর্ডের সঙ্গে বিকেএসপির এমন কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাইলে এ.কে.এম মাজহারুল বললেন, ‘না, এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমাদের এ ধরনের কোনো আলোচনা হয়নি।’

    তাইবুর আগে আরও এক বিদেশি যোগ দিয়েছেন বিকেএসপির কোচিং প্যানেলে। তিনি ইংল্যান্ডের অ্যান্ডি কটাম। এই ইংলিশম্যান তার কোচিং ক্যারিয়ার বড় করেছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে এক বছরের দায়িত্ব নিয়ে গত মাসে বিকেএসপিতে যোগ দিয়েছেন তিনি।

    মাজহারুল জানালেন, ‘এর আগে আমরা বাইরে থেকে অ্যান্ড্রি কটামকে নিয়ে এসেছি সে মূলত ইংলিশ। তবে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। সেখান থেকে এসেছে। তিনি আরো একমাস আগে যোগ দিয়েছেন। তার সাথে একইরকম চুক্তি। একবছরের লিখিত চুক্তি হয়েছে, পরবর্তীতে আরো এক বছর বাড়িয়ে নেয়ার সুযোগ আছে।’

    কটাম ইংল্যান্ডের ক্রিকেটার হলেও ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ার পার্থে। সেখানে অস্ট্রেলিয়া হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে আপাতত ইন্দোনেশিয়া নারী দলের প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। এছাড়া ডার্বিশায়ার ও সমারসেটের হয়ে ১৩টি প্রথম শ্রেণি এবং ৬টি লিস্ট এ ম্যাচ খেলেছেন কটাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ