ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • মেসির প্যারিসে যাওয়া ঠেকাতে মামলা 

    মেসির প্যারিসে যাওয়া ঠেকাতে মামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপিয়ান মিডিয়ার খবর অনুযায়ী আগামী ১০ আগস্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেবেন লিওনেল মেসি। তাকে স্বাগত জানাতে আইফেল টাওয়ারে আয়োজিত হবে জাকজমক অনুষ্ঠান। তবে মেসির পিএসজি যাওয়া ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছে এফসি বার্সেলোনা। এই খবরটি জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

    জানা যায়, পিএসজির অর্থনৈতিক অবস্থা বার্সেলোনার চেয়ে খারাপ হওয়ায় তারা কীভাবে মেসিকে দলে ভেড়াবে? এমন প্রশ্ন নিয়ে ফরাসি জায়ান্টদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে কাতালান ক্লাবটি। বার্সার পক্ষে আইনজীবী ডক্টর হুয়ান ব্রাঙ্কোর ইউরোপিয়ান আদালতে করা অভিযোগে বলা হয়েছে, বার্সেলোনার চেয়ে পিএসজির ফিনানশিয়াল ফেয়ার প্লের অবস্থা খারাপ। ২০১৯-২০ মৌসুমে পিএসজি তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। অপরদিকে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ।


    তিনি বলেন, এই অনুপাত নিয়েও যেখানে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা, কী করে পিএসজি পারে সেই মেসিকে বিপুল বেতন দিয়ে দলে নিতে?

    এফসি বার্সেলোনার আইনজীবী ব্রাঙ্কো প্রশ্ন তুলেন, এই মৌসুমে পিএসজি জর্জিনিও ভাইনালদাম, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো খেলোয়াড়দের দলে টেনেছে। নেইমার, কিলিয়ান এমবাপ্পে, মার্কো ভেরাত্তি, মাউরো ইকার্দি, মার্কিনহোস, অ্যাঞ্জেল ডি মারিয়ারা তো আছেনই। এতজনকে বেতন দেয়ার পর আর্থিক সংগতির নীতির সঙ্গে খাপ খাইয়ে পিএসজি মেসিকে কীভাবে দলে টানতে পারে।

    উল্লেখ্য, গেল জুনেই মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর অর্ধেক বেতন কমিয়ে নতুন চুক্তি করার সিদ্ধান্ত নেন মেসি। তবে লা লিগার বেতন কাঠামোজনিত জটিলতায় সেটিও সম্ভব হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ