ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • উজিরপুরে মেজর এম.এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত

    উজিরপুরে মেজর এম.এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের  উজিরপুরে ৯ নম্বর সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ  জলিলের ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। 

    এ উপলক্ষ্যে মেজর এম.এ জলিল স্মৃতি ফলকে পুস্পস্থপক অর্পন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  বুধবার সকাল ১০ টায় উপজেলা মেজর এম.এ জলিল স্মৃতি পরিষদের আয়োজনে পৌরসভা ৬নম্বর ওয়ার্ডে মেজর এম.এ জলিল নূরানী হাফেজী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় বরিশাল বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক ডা. আবদুর রহিমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সহ-সভাপতি মো. মাঈনুল আহাদ মামুন সিকদার এবং  আলী হোসেন সিকদার রুপকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলি সুজা। 

    বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সম্মানিত অতিথির বক্তৃতা করেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান।  

    এছাড়াও বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম এ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। 

    আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ. মোতালেবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

    এসময় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসন ও নির্যাতিতার শিকার, মুক্তিযুদ্ধের সন্মান ও সন্মাননা এবং খেতাব বঞ্চিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল এর সন্মান ও সন্মাননা খেতাবের দাবি জানানো হয়। 

    এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর বিশেষ অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়। এসময় আবেগ আপ্লতু হয়ে পরে বীর মুক্তিযোদ্ধারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ