ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  •  দুপুরের খাবার খেয়ে অসুস্থ ১৫ মাদরাসাছাত্র

     দুপুরের খাবার খেয়ে অসুস্থ ১৫ মাদরাসাছাত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুপুরের খাবার খেয়ে ১৫ মাদরাসাছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    বিকেল নাগাদ ৮ জন শিক্ষার্থী কিছুটা সুস্থ হয়ে উঠলেও বাকি ৭ শিক্ষার্থী অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা দারুস সুন্নাত তালিমুল কোরান ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

    হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাজপাশা দারুস সুন্নাত তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদারাসার ১৫ জন আবাসিক শিক্ষার্থীদের খাসির মাংস, লাউয়ের তরকারি ও ডাল দিয়ে দুপুরের খাবার সরবরাহ করা হয়। 

    খাওয়া শেষে বিকেলে শিক্ষার্থীরা বিশ্রামে যাওয়ার পর বমি করতে থাকে। পরে মাদরাসা কর্তৃপক্ষ তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ৮ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও বাকি সাতজন অচেতন অবস্থায় রয়েছে। তাদের স্যালাইন দেওয়া হয়েছে।

    এ ঘটনার পর থেকে মাদরাসার বাবুর্চি (খাদেম) এনামুল হোসেন গা ঢাকা দিয়েছেন।

    মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বাদশা হাওলাদার বলেন, শিক্ষার্থীরা দুপুরের খাবারের পর বমি করে একে একে অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম অথবা ফুড পয়জনিংয়ের কারণে এ অবস্থা হয়েছে।

    এ বিষয়ে মাদরাসার সুপার মাওলানা রুহুল আমীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে অথবা ফুড পয়জনিংয়ে শিক্ষার্থী অসুস্থ হতে পারে। তবে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে আসল কারণ সম্পর্কে বলা সম্ভব হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ