ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • পিরোজপুরে দুর্নীতির দায়ে ৩ প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত

    পিরোজপুরে দুর্নীতির দায়ে ৩ প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তিন প্রকৌশলীসহ পাঁচজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।  

    সোমবার (১০ ফেব্রুয়ারি) এক ঘোষণার মাধ্যমে তাদের বরখাস্ত করে দপ্তরটি।

    দুর্নীতির দায়ে বরখাস্তকৃতরা হলেন- জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা একেএম মো. মোজাম্মেল হক খান, জেলার সদর উপজেলার সাবেক প্রকৌশলী মো. মোরশেদ সরকার, নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, জেলার ভান্ডারিয়া উপজেলার সাবেক প্রকৌশলী মো. বদরুল আলম ও জেলার নেছারাবাদ উপজেলার প্রকৌশলী অফিসের সার্ভেয়ার মো. রিপন হাওলাদার।

    জানা গেছে, গত ৫ বছরে  জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ ওই সব বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় কাজ না করে ১৬শ কোটি টাকা লুটপাট করেন।  

    এর আগে এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. সত্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়েরসহ বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়া জেলার নাজিরপুরের সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

    অভিযোগ রয়েছে, প্রকৌশলী জাকির হোসেন মিয়ার সহযোগিতায় পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মাহারাজ ও তার ভাই মিরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত নাজিরপুর-বৈঠাকাটা রাস্তার কাজ না করেই পুরো টাকা উত্তোলন, নাজিরপুর-চর রঘুনাথপুর রাস্তার কাজ সামান্য কিছু করেই পুরো টাকা উত্তোলন করেছেন। এভাবে জেলার বিভিন্ন স্থানের নির্মাণ কাজ না করেই স্থানীয় প্রকৌশলীদের সহায়তায় তারা বরাদ্দকৃত টাকা তুলে নিয়েছেন।

    নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন তিনি। অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সবারই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য নেওয়া  সম্ভব হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ