বরিশালে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল (শুক্রবার) নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।
আটকৃতরা হল, নগরীর ইশরবসু রোড খানবাড়ীর খোরশেদ আলম খানের ছেলে খলিলুর রহমান খান ওরফে জসি (৩২), ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার শওকত হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার (২৪) একই ওয়ার্ডের উত্তর দিয়াপাড়ার আবুল হোসেন হাওলাদারের ছেলে রানা হাওলাদার (২৫), কঠুরাকাঠি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে এনায়েত হোসেন হাওলাদার (৩৮) ও ২৮ নম্বর ওয়ার্ডের তেতুল তলা এলাকার বাসিন্দা আমানুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান রিফাত (২০)।
পুলিশ জানায়, গত শুক্রবার বরিশাল মেট্রোপলিট গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টায় নগরীর গোড়াচাদ দাশ রোডের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ পিস ইয়াবাসহ খলিলুর রহমান খান ওরফে জসিকে আটক করা হয়।
এর আগে একই দিন দুপুর ১২ টায় নগরীর দিয়াপাড়া কবির শিকদার ভিলা সামনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান রিফাতকে, সন্ধ্যা ৬ টায় উত্তর দিয়াপাড়া আবু ম্যানসনের সামনে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ মুন্না হাওলাদার, রানা হাওলাদার এবং রাত সাড়ে ১১ টায় নগরীর কাশিপুর বাজারের মোটরসাইকেল স্ট্যান্ড থেকে ১ কেজি গাঁজাসহ এনায়েত হোসেন হাওলাদারকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
এসময় মেহেন্দিগঞ্জের বুড়ির পোল গ্রামের কাশেম হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (৩৫) পালিয়ে যায়। পলাতকসহ আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।
এইচকেআর