সরকারি এমন কোন অফিস নাই, যেই অফিসে দুর্নীতি হয় না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘শুধু বেনজির আহমেদ এবং মতিউর রহমান নয়, বাংলাদেশের সরকারি এমন কোন অফিস নাই, যেই অফিসে দুর্নীতি হয় না। এমন কোন জায়গা নেই, যেই জায়গায় কোন দুর্নীতি চলে না। এর কারণ বর্তমান সরকার অবৈধ। অবৈধ মানুষ অবৈধ কিছু নিয়ন্ত্রণ করতে পারে না।
ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেল ৪টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সভাপতি অধ্যাপক লোকমান হাকিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কিন্তু কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না।
বাজেটের সমালোচনা করে মুফতি ফজলুল করীম বলেন, ‘আজ ব্যাংকগুলোর অবস্থা কী, আজকে রিজার্ভ খালির পথে। কোথা থেকে বাজের ঘাটতি পূরণ হবে। আমরা জনগণ যারা আছি তাদের ঘারে ট্যাক্সের বোঝা চাপিয়ে, বিদ্যুৎবিল, গ্যাসের বিল, দ্রব্যমূল্যের বোঝা জগণের কাধে চাপিয়ে দেয়া হচ্ছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দেশবিরোধী চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে শায়েকে চরমোনাই বলেন, ‘যেসব চুক্তিতে দেশের মানুষের কোন উপকার নেই, সেইসব চুক্তির কোন প্রয়োজনীয়তা নেই।
এসময় দেশবিরোধী চুক্তি বাতিলের পাশাপাশি চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান ইসলামী আন্দোলন বাংরাদেশের নায়েবে আমীর। অন্যথায় দেশের জনসাধারণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সংগঠনের বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি সৈয়দ মাওলানা মুহাম্মাদ নাছির আহমাদ কাওছার, জেলার সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, মহানগরের সহ-সভাপতি জাকারিয়া হামিদী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক মো. কাওছারুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবী আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমের নেতৃত্বে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
এইচকেআর