ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬%, পূর্বাভাস বিশ্বব্যাংকের খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি
  • মেহেন্দীগঞ্জে ঘুমন্ত নারীর ছবি তুলে স্বামীর কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

    মেহেন্দীগঞ্জে ঘুমন্ত নারীর ছবি তুলে স্বামীর কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দীগঞ্জে ঘুমন্ত এক নারীর (৩২) ছবি তুলে তার প্রবাসী স্বামীর কাছে চাঁদা দাবির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এ ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    এরআগে বুধবার (৩ জুলাই) রাতে মেহেন্দীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন, মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের রকি ঢালী (২৫), হৃদয় মিস্ত্রি (২৩), হাসান ঢালী (২৭) ও শংকর চন্দ্র দাশ (৩০)।

    ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, ১ জুলাই রাতে ওই নারী তার ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের জানালা দিয়ে মুঠোফোনে ওই নারীর ব্যক্তিগত ছবি তোলেন গ্রেপ্তার যুবকেরা।

    পরে গ্রেপ্তার হাসান ঢালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভুয়া আইডি খুলে মেসেঞ্জারের মাধ্যমে ওই নারীর প্রবাসী স্বামীর কাছে ছবি পাঠানো হয়। এ জন্য তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তার স্ত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

    ঘটনার পরদিন সন্ধ্যায় ভুক্তভোগী নারী মেহেন্দীগঞ্জ থানায় অভিযোগ করলে উপ-পরিদর্শক (এসআই) মিঠু আহমেদ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু আহমেদ জানান, গ্রেপ্তারের পর আসামিদের ব্যবহৃত মুঠোফোন দিয়ে চাঁদা দাবির তথ্য প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের ব্যবহৃত মুঠোফোন ও মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ