ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের সোনার ভরি ২৩৪৬৮০ টাকা, ভাঙলো অতীতের সকল রেকর্ড  ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মিলন মিয়ার দাফন সম্পন্ন 

    বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মিলন মিয়ার দাফন সম্পন্ন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র সর্বজন শ্রদ্ধেয় সাইদুর রহমান মিলন মিয়ার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বোহানউদ্দিন পৌর শহরের ইদগাহ মাঠে তার  প্রথম  জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।  

    পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মিলন বাজার সংলগ্ন নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    জানাযা নামাজে ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারসহ শত শত মানুষ অংশ নেয়। এসময় ঈদগাহ ময়দান পেরিয়ে বোরহানউদ্দিন বাজার ও উত্তর বাসস্ট্যান্ডে লোকে লোকারণ্য হয়ে যায়।

    এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসার উদ্দেশ্যে ভোলা থেকে  বরিশাল নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন সাইদুর রহমান মিলন মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওন।

    তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বোরহানউদ্দিন উপজেলাজুড়ে। শোক প্রকাশ করেছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

    সাইদুর রহমান মিলন ২০০২ সালে বোরহানউদ্দিন পৌরসভার উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৩ মার্চ ২০০২ থেকে দায়িত্ব পালন শুরু করেন ও ২০০৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৯ বছর পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেন। 

    এ দায়িত্ব পালনকালে কাজের মধ্য দিয়ে তিনি সকলের কাছে প্রিয় মিলন ভাই হিসেবে পরিচিতি লাভ করেন।  সাইদুর রহমান মিলন মিয়া দীর্ঘ বছর ধরে বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    মিলন মিয়ার দৌহিত্র গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ বলেন, নানাভাই দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা সহ নানা সমস্যায় ভুগছিলেন। সকালে তাকে ডায়ালাইসিস এর জন্য ভোলা থেকে বরিশালে নেয়ার পথে তিনি না ফেরার দেশে চলে গেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ