ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের সোনার ভরি ২৩৪৬৮০ টাকা, ভাঙলো অতীতের সকল রেকর্ড  ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • বরিশালে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

    বরিশালে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি নিয়ে বিরোধের জের ধরে নগরীর ভাটিখানা এলাকায় আপন চাচাতো ভাই ও তার পরিবারের হামলার শিকার হয়েছেন একই পরিবারের তিনজন। 

    হামলায় গুরুতর আহত ইমরান খান নামের একজনকে ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ইমরান ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের গ্রাফিক্স ডিজাইনার।

    শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ভাটিখানা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত পরিবার। তদন্ত করে এ ঘটনার বিচারের আশ্বাস দিয়েছেন থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।

    আহতরা হলেন- ভাটিখানা জোর মসজিদ এলাকার বাসিন্দা মোবারক আলী খানের ছেলে নাঈম খান, ইমরান খান এবং নাঈমের স্ত্রী ফারজানা খানম।

    এছাড়া হামলাকারীরা হলেন- আহতদের চাচাতো ভাই ইয়াছিন খান, চাচাতো বোন নাসরিন খান ও চাচী রুবি বেগম। ‍এর  মধ্যে  ইয়াছিন  একটি অপহরণ মামলার আসামি বলে সূত্রে জানা গেছে। 

    আহত ইমরান খান জানান, ‘ভাটিখানায় তাদের ৭ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের চাচা এবং চাচাতো ভাইয়েরা অনৈতিকভাবে প্রাপ্ত অংশের বেশি জমি ভোগ করে আসছে।

    দুই পক্ষের যৌথ মতেই শুক্রবার ওই জমি মাপা হলে বাবা ও চাচা সমানভাগ পান। কিন্তু চাচী এবং চাচাতো ভাইয়েরা অনৈতিকভাবে অতিরিক্ত জমি দাবি করে।

    এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় চাচাতো ভাই ইয়াছিন খান, চাচাতো বোন নাসরিন খান ও চাচী রুবি বেগম লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। এসময় নাঈম খান, ইমরান খান এবং নাঈমের স্ত্রী ফারজানা খানমকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

    কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ