ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের সোনার ভরি ২৩৪৬৮০ টাকা, ভাঙলো অতীতের সকল রেকর্ড  ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • বাবুগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

    বাবুগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্ট ভূমি সেবা-স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় সপ্তাহব্যাপী ভূমি সেবা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা রহমান।

    উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মু. জসীম উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, ভূমি অফিসের কানুনগো মোঃ খলিলুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাঢ়ী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র পাল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ করিম প্রমুখ। 

    এছাড়াও ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ভূমি সেবা সহজীকরণে সরকার কাজ করছে। প্রতিটা ভূমি সেবা এখন ঘরে বসেই অনলাইনে পাওয়া যায়। ভূমি অফিসগুলোতে এসেছে স্বচ্ছতা। সরকার ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। নতুন ভূমি আইনের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে ব্যাপকভাবে। 

    জনভোগান্তি নিরসনে এখন দরকার শুধু জনসচেতনতা। ৮মে থেকে ১৪মে পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমি সেবা সমূহে থাকছে, ই-নামজারি কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমির আবেদন গ্রহণ, রিভিউ ও বিবিধ মামলার আবেদন, ভিপি বন্দোবস্ত নবায়নের আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন করের হোল্ডিং এন্ট্রি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ