‘মালিক শ্রমিকের সম্পর্কোন্নয়নের আহ্বান’

‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।
দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু উদ্যান থেকে র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। বিভাগীয় কমিশনার শওকত আলী র্যালিতে নেতৃত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় কমিশনার বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগপোযোগী ও আধুনিকায়ন করে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮’ প্রণয়ন করেছে সরকার।
তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এখন দেশে শ্রমিক বান্ধব কর্মপরিবেশ বিরাজমান।
আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক ওসমান গনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আলী আশরাফ ভূইয়া, অতিরিক্ত ডিআইজি ফারুক উল হক, বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক নবীন কুমার হাওলাদার, ক্যামিস্ট ল্যাবরেটরিজ লিমিটেটের প্রতিনিধি কাজল কুমার ঘোষ, শ্রমিক পক্ষের প্রতিনিধি ও বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ।
সবশেষে বাংলাদেশ উদিতি শিল্পীগোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইচকেআর