হিজলায় মে দিবস পালিত

হিজলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হেেয়ছে।
দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বিকেল ৫ টায় শ্রমিক লীগের উদ্যোগে উপজেলার কাউরিয়া বাজার থেকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলায় অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম বেপারী নেতৃত্বে র্যালি বের হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা বেগম, জাতীয় যুব শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রাজুসহ জাতীয় শ্রমিক লীগের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। পরে উপজেলা বঙ্গবন্ধু মুরালে অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত পথসভা।
এইচকেআর