ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ বরগুনা‍য় নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার নলছিটিতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা বোরহানউদ্দিনে মুক্তিপণের বিনিময়ে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে  আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে
  • ‘আমার জন্য আ.লীগের লোকেরা আগে অর্ধেক খাটতো, এখন পুরোদমে খাটবে’

     ‘আমার জন্য আ.লীগের লোকেরা আগে অর্ধেক খাটতো, এখন পুরোদমে খাটবে’
    সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির বহিষ্কৃত নেতা ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, আমার জন্য আগে আওয়ামী লীগের লোকজন অর্ধেক খাটতো, এখন পুরোপুরি খাটবে।

    শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।


    আপিলে তার মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির তার বিরুদ্ধে মামলার তথ্য গোপন করার অভিযোগ এনেছিলেন।

    শাহজাহান ওমর বলেন, আগে মার্কা ধানের শীষ ছিল। এবার প্রতীক নৌকা নিয়ে ভোট করবো। আমি তো আশাবাদী। মানুষ ব্যক্তি শাহজাহান ওমর ও প্রতীক, দুইভাবেই আমাকে ভোট দেবে। আওয়ামী লীগের ভোট আমি সব সময়ই পাই।

    তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধা আপনারা জানেন। আমি বরিশাল ডিভিশনে কমান্ডার ছিলাম। আমাকে আওয়ামী লীগের লোকেরা, তাদের সন্তানেরা,  ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে। এটা নতুন কী, এখন পুরোপুরি খাটবে। আগে অর্ধেক খাটতো।

    তিনি আরও বলেন, মিথ্যা হলফনামার অভ্যাস আমার নেই। এভ্রিথিং রিটেন, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন, ওনারা মিথ্যা বলেছেন। ছোট বেলা থেকে নির্বাচন করছি, প্রতিক্রিয়া কী দেব। আবার ভোট করবো, দেখা যাক কী হয়।

    সিইসি এবার ভোট কেমন করবেন-এমন প্রশ্নের জবাবে আলোচিত এ প্রার্থী বলেন, কাজী হাবিবুল আউয়াল আমার জানাশোনা। হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি উইথ মি। পরে ওখান থেকে অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি হয়েছেন। হি ইজ ভেরি ক্যাপাবল অফিসার। ওনার সিইসি আমলে সুষ্ঠু ভোট হবে, আমি আশাবাদী।

    ভোটারদের কেন্দ্রে ভোটদানে বাধা দিলে কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আছে। যদি কেউ জোর জবরদস্তি করে, আইনের অপপ্রয়োগ করে গায়ের জোর দেখায়, আমরাও তো একেবারে দুর্বল পার্টি না। ডামি প্রার্থীরা দাঁড়াতে পারবে না, আই ওয়েলকাম দেম। জনগণ তাদের ভোট দিলে আমি তাদের স্যালুট করবো।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ