ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • তিন মাসে বাংলাদেশের ৪২ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

    তিন মাসে বাংলাদেশের ৪২ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) বাংলাদেশ থেকে প্রকাশ করা (আপলোড) ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। এর কারণ মুছে ফেলা ভিডিওগুলো টিকটকের নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করেছে।

    ভুল তথ্যের প্রচার ঠেকানোর পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইনে নিরাপদ রাখতে ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

    টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় দশমিক ৬ শতাংশ। এই ভিডিওগুলোর মধ্যে ৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯১১টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে মুছে ফেলা হয়েছে। তবে যাচাইয়ের পর ৬২ লাখ ৯ হাজার ৮৩৫টি ভিডিও পুনরায় টিকটকে ফিরিয়ে আনা হয়েছে।


    টিকটকের প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে নীতিমালা লঙ্ঘন করে আপলোড করা ভিডিওগুলোর মধ্যে ৯২ দশমিক ২ শতাংশ ভিডিও কোনো দর্শক দেখার আগেই মুছে ফেলা হয়েছে। আপলোড করার ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার হার হলো ৯৫ দশমিক ৩ শতাংশ ভিডিও। এর আগে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) বাংলাদেশ থেকে আপলোড করা ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও মুছে ফেলা হয়েছিল।

     
    ভিডিও মুছে ফেলার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৮৪টি অ্যাকাউন্ট মুছে ফেলেছে টিকটক। একই সময়ে ৫ কোটি ১২ লাখ ৯৮ হাজার ১৩৫টি ভুয়া অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে । ভুল তথ্যের প্রচার রোধ এবং অনলাইনকে নিরাপদ করতেই এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টিকটক।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ