ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬%, পূর্বাভাস বিশ্বব্যাংকের খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি
  • ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা, আসামি ৩১

    ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা, আসামি ৩১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত শনিবার রাতে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায়  থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতদের মধ্যে থেকে একপক্ষের সোহেল ফকিরের বাবা আব্দুল হামিদ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

    মামলায় আসামিদের মধ্যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২০-২৫ জনকে অজ্ঞতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন।
    তিনি জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছেন বাদী। তিনি মামলায় তার ছেলের ওপর হামলা এবং মারধরের অভিযোগ করেছেন। তবে কি নিয়ে হামলা হয়েছে সে বিষয়টি এজাহারে উল্লেখ করা হয়নি।

    মামলার নামধারী ছয় আসামি হলেন- তুহিন, বাবাই, মাহাদী, জান, বাবু সিকদার ও রাব্বি হাওলাদার।
    এর আগে গত শনিবার সন্ধ্যার আগে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের সঙ্গে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বরিশালে ফিরে নগরীর কাশিপুর এলাকায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও যুবলীগের একটি অংশ।

    সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে ১২ জনকে ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সংঘর্ষ এবং হামলাকারীরা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক অসীম দেওয়ান অনুসারী হয়ে রাজনীতি করলেও তারা সবাই পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের লোক বলে জানা গেছে।

    আহতরা হলেন- ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম সুবেহ, একই ওয়ার্ডের ফাইজুল ইসলাম, আশিক, সাজ্জাদ হোসেন, ফরহাদউদ্দিন, মাহিদ, মাসুদ, হাসান, তুহিন, রাহাত এবং জানসহ অন্তত ২০ জন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মোল্লা জানান, টুঙ্গীপাড়ায় খাবার দেওয়া নিয়ে ছাত্র ও যুবলীগের দুই পক্ষের মধ্যে তর্ক হয়। সেই ঘটনার জের ধরে বরিশালে ফিরে কাশিপুর এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ‘বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম তাদের অনুসারীদের নিয়ে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।

    কর্মীর জানান দিতে আওয়ামী লীগের ভিন্ন মতের কিছু লোক নিয়ে টুঙ্গীপাড়ায় যান মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। সেখানে খাবার নিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান অনুসারী মাহিদ এবং সভাপতি জসিম অনুসারী ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবেহ’র মধ্যে তর্ক হয়। তবে ঘটনাটি সেখানেই সমাধান করেন জ্যেষ্ঠ নেতারা।

    তবে ওই ঘটনার সূত্র ধরে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন অনুসারীরা বরিশালে ফিরে কাশিপুর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় অসীম দেওয়ান অনুসারীদের বহনকারী বাস ওই স্থানে পৌঁছানো মাত্রই বাসে ইটপাটকেল নিক্ষেপ করে জসিমের লোকেরা।

    এসময় ঘটনাস্থলে দুই গ্রুপ লাঠি-সোটা এবং রড নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।
    মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান সাংবাদিকদের জানিয়েছেন, ‘তার অনুসারীদের ওপর হামলা হয়েছে। তবে করা করেছে বিস্তারিত জানেন না বলে দাবি করেন তিনি।

    অপরদিকে, ‘মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনের দাবি বহিরাগত কিছু লোক ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠিন বিচার করা হবে বলেন তিনি।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ