ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • বিপিএলে সাকিব এবার অন্য দলে

    বিপিএলে সাকিব এবার অন্য দলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঠের সাকিব আল হাসান ‌ভেরি মাচ প্রেডিক্টেবল। তার অতিবড় সমালোচকও মানেন, মাঠের সাকিব সবার সেরা। তার পারফরম্যান্স নিয়ে এতটুকু অনিশ্চয়তা নেই। দুই-একটা খারাপ দিন ছাড়া সাকিব সবসময় ব্যাট ও বল হাতে উজ্জ্বল।

    তবে মাঠের বাইরের সাকিবকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন। কবে কখন কী করবেন? কবে দেশে আসবেন, কবে কখন আবার চলে যাবেন? তা নিশ্চিত করে বলতে পারেন না তার খুব কাছের মানুষও।

    এছাড়া খেয়ালি ও খানিক হেয়ালি সাকিব ঘরোয়া ক্রিকেটে কোন দলে খেলবেন, সেটাও আগে থেকে বলা কঠিন। কারণ বিশ্বসেরা অলরাউন্ডার নিজের মনমতো দল পাল্টান। এখানে বেটার অফারের চেয়েও তার পছন্দ ও অপছন্দটাই বড়।
    তবে এবারের বিপিএল শুরুর ৬ মাস আগেই শোনা যাচ্ছে, সাকিবের দলবদলের খবর।

    ক্রিকেট পাড়ার খবর, সাকিব আগামী বিপিএলে দল বদলে ফেলবেন। মানে বরিশারের হয়ে আর খেলবেন না। সাকিবের খুব কাছের সূত্র থেকে এমনটাই জানা গেছে। টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নাকি বলেছেন, বরিশালে আর নয়। আগামীবার মানে ২০২৪ বিপিএলে তিনি নতুন দলে খেলবেন।


    সাকিব সত্যিই কোন দলে খেলবেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দুরকম কথা শোনা যাচ্ছে। এক পক্ষের দাবি, সাকিব বসুন্ধরা গ্রুপের দল রংপুর রাইডার্সে নাম লেখাবেন। অন্যপক্ষের দাবি, ঢাকা আবার নতুন মালিকানা বদলে আরও শক্তিশালী ও সমৃদ্ধ দল গড়বে। সাকিবকে সেখানেই দেখা যেতে পারে। এমনকি রাজশাহীর যদি নতুন দল হয়, তাহলে সেখানেও খেলতে পারেন সাকিব। তবে বরিশালে নয়, এটা মোটামুটি নিশ্চিত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ