ঢাকা শনিবার, ২৮ জুন ২০২৫

Motobad news

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠিতে জাতীয় সমাকল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী এ চেক বিতরণ করেন। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

জেলার ২৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে পাঁচ লাখ ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন