ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে আদালতের আদেশ অমান্য করে গভীর রাতে ঘর নির্মাণ

আমতলীতে আদালতের আদেশ অমান্য করে গভীর রাতে ঘর নির্মাণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে আদালতের আদেশ অমান্য করে রাতের আধারে বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করেছে প্রতিপক্ষরা।

মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামের কালে খার পুত্র শহিদুল ইসলামের সাথে একই এলাকার মৃত ইউনুচ হাওলাদারের পুত্র সেলিম হাওলাদার ও মৃত মানির হাওলাদারের পুত্র হানিফ হাওলাদারের সাথে মৌজা ১৬নং খাকদান, এসএ খতিয়ান নং ১৫৩, জমির পরিমাণ ২.৯৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে।

ওই বিরোধীয় জমি ক্রয় সূত্রে শহিদুল ইসলামের পিতা কালে খা মালিক হন। পিতার মালিকানায় ওয়ারিশ সূত্রে ওই জমি শহিদুল ইসলাম মালিক হয়ে ভোগদখল করে আসছে। সেলিম হাওলাদার ও হানিফ হাওলাদার একই জমি তাদের দাবী করে জমি দখল নেওয়ার পায়তারা চালায়। এ নিয়ে শহিদুল ইসলামের বাদী হয়ে সেলিম হাওলাদার ও হানিফ হাওলাদারকে বিবাদী করে গত ২৭ জুন আমতলী উপজেলা নির্বাহী আদালতে ফৌজঃ কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। 

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উভয় পক্ষকে তফসিল বর্ণিত সম্পতিতে শান্তি শৃংঙ্খলা বজায় রাখাসহ স্থীতি অবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নির্দেশ প্রদান করে লিখিত নোটিশ জারি করেন। আদালতের ওই আদেশ অমান্য করে বিবাদী সেলিম হাওলাদার ও হানিফ হাওলাদার উক্ত বিরোধীয় জমিতে সোমবার দিবাগত গভীর রাতে একখানা ঘর উত্তোলন করেছেন। 

মঙ্গলবার সকালে বাদী শহিদুল ইসলাম বিরোধীয় জমিতে গিয়ে ঘর দেখতে পেয়ে আমতলী থানা পুলিশকে জানায়।

নোটিশ জারিকারক আমতলী থানার এসআই মোঃ ইউনুচ আলী ফকির নোটিশ জারীর কথা স্বীকার করে বলেন, বিবাদী বিরোধীয় জমিতে ঘর উত্তোলন করেছেন বাদী পক্ষ বিষয়টি আমাকে জানিয়েছেন। আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মামলার বাদী শহিদুল ইসলাম বলেন, কোর্টের আদেশ অমান্য করে বিরোধীয় জমিতে বিবাদী সেলিম হাওলাদার ও হানিফ হাওলাদার গভীর রাতে একটি ঘর উত্তোলন করেছেন।

বিবাধী সেলিম হাওলাদার বলেন, আমাদের ভোগ দখলীয় ওই জমিতে আমরা ঘর উঠাইছি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন