ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

বাউফলে মামলা তুলে না নেওয়ায় হামলা

বাউফলে মামলা তুলে না নেওয়ায় হামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মামলা তুলে নিতে রাজি না হওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে মো.আতিকুর রহমান (৪২) নামে এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে গত শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন ধরে পোনাহুরা গ্রামের  মো. আতিকুর রহমানের সঙ্গে একই গ্রামের বাসিন্দা ও কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নং ওয়ার্ডের  সদস্য মো. হানিফ ফকিরের (৪০) জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। 

ওই বিরোধকে কেন্দ্র করে পটুয়াখালী আদালতে আতিকুর বাদী হয়ে দুটি মামলা করেন (মামলা নম্বর ২৫/২০২২ ও ৪৫/২০২২)। এরপরে হানিফ ফকির সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আতিকুরের ছোট ভাই সাইদুর রহমানকে (৩৮) মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে ষ্ট্যাটাস দেন। এ ঘটনায়ও সাইদুরের বড় ভাই আতিকুর  বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আরেকটি মামলা করেন (মামলা নম্বর ৫/২০২২)। এতে আরও ক্ষুব্ধ হন হানিফ ফকির। ওই মামলা তুলে নেওয়ার জন্য তিনি আতিকুরকে হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় গত ১৬ এপ্রিল বাউফল থানায় হানিফের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন আতিকুর। যার নম্বর ৭০৫।

গত শনিবার সন্ধ্যার দিকে আতিকুর উত্তর পোনাহুরা মসজিদ বিপণিবিতানের একটি দোকানের সামনে যান। পূর্ব বিরোধের জেরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে হানিফের নেতৃত্বে ছয়জনের জনের একটি দল আতিকের ওপর হামলা চালিয়ে মারধর করেন। ওই সময় লোহার পাইপের আঘাতে আতিকুরের মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন আতিকুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় আজ রোববার দুপুরে হানিফকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করে আতিকুর বাদী হয়ে বাউফল থানায় এজাহার দাখিল করেছেন।

এ বিষয়ে ইউপি সদস্য হানিফ হানিফ ফকির প্রথম আলোকে বলেন,‘তাঁর (আতিকুর) সঙ্গে বিরোধ আছে, এটা ঠিক। কিন্তু ওইদিন (শনিবার) অন্য মানুষের সঙ্গে আতিকুরের কথা-কাটাকাটি হয়েছে, তিনি কোনো হামলা করেননি। আতিকুর নিজের মাথা নিজে ফাটিয়েছে। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না।’  

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন