ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

বাউফলে যুবলীগ নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

বাউফলে যুবলীগ নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় যুবলীগের সাবেক নেতা রেজাউল করীমকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা যুবলীগের উদ্যোগে বাউফল পৌরশহরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইলিশ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রসিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার, সূর্য্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামূল হক আলকাস প্রমুখ।

বক্তরা অভিযোগ করেন, গত শনিবার দিবাগত রাতে যুবলীগ নেতা রেজাউল করিম খানকে হত্যার উদ্দ্যেশে হামলা করা হয়। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন