ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

বাউফলে সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতার লক্ষাধিক টাকা চুরি

বাউফলে সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতার লক্ষাধিক টাকা চুরি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের ফটকের সামনে সোনালী ব্যাংক লিমিটেড বাউফল শাখা কার্যালয়ের মধ্য থেকে মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদারের (৭০) মুক্তিযোদ্ধা ভাতার ১ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই ঘটনা ঘটেছে। 

চুরির ঘটনাটি ব্যাংকের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়লেও চোর শনাক্ত হয়নি। মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদারের ভাষ্যমতে, ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে একটি ব্যাগের মধ্যে রাখেন। ব্যাগটি ব্যাংকের মধ্যে একটি চেয়ারে রেখে তিনি একটি কাগজ নিয়ে এক কর্মকর্তার কাছে যান। একটু পরে এসে তিনি তাঁর টাকার ব্যাগটি পাননি।

 সিসি ক্যামেরায়ও মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদারের কথার সঙ্গে পুরোপুরি মিল পাওয়া যায়। তিনি যখন একটি কাগজ নিয়ে ওই কর্মকর্তার কাছে যান তখন টাকার ওই ব্যাগটি এক ব্যক্তি নিয়ে চলে যান। এর আগে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড মো. শাহাবুদ্দিন আহম্মেদ মিয়ার ওই ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর চুরি হয়ে যায়। 

কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন,সোনালী ব্যাংক বাউফল শাখায় এ ধরণের একাধিক ঘটনা ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় পুনরাবৃত্তি হচ্ছে। এ জাতীয় প্রতারক চক্রের সঙ্গে ব্যাংক সংশ্লিষ্টদের কারো যোগসূত্র থাকতে পারে।

 সোনালী ব্যাংক লিমিটেডের বাউফল শাখার ব্যবস্থাপক মো. সোলায়মান হায়দার বলেন,‘এ জাতীয় ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে ব্যাংক সংশ্লিষ্ট কারো জড়িত থাকার প্রশ্নই আসে না। সিসি ক্যামেরায় দেখা গেছে টাকার ব্যাগটি একটি চেয়ারের ওপর রেখে যাওয়ার সঙ্গে সঙ্গেই এক ব্যক্তি ব্যাগটি নিয়ে চলে গেছে। সম্ভবত ওই ব্যক্তি অভিজ্ঞ কোনো প্রতারক চক্রের সদস্য।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ব্যাংকে সব শ্রেণি পেশার মানুষ লেনদেন করেন। কে ভালো, আর কে খারাপ তা যাছাই করে ব্যাংকে ঢোকানো সম্ভব না। যাঁরা টাকা নিতে আসেন তাঁদেরকে বেশি সতর্ক থাকতে হবে।   বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।’
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন