কলাপাড়ায় ঝগড়ার পর ছোট ভাইয়ের লাশ পুকুরে, বড় ভাই পলাতক


পটুয়াখালীর কলাপাড়ায় জমি-জমা নিয়ে ভাইয়ের সাথে কথা কাটাকাটির কয়েক ঘণ্টা পর ছোট ভাইয়ের লাশ ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেছে পুুলিশ।
আজ সোমবার দিবাগত রাত ২ টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই মো. সোহাগ পলাতক রয়েছে।
রজপাড়া গ্রামের মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে নিহত আবু জাফর প্রদীপ (৩৫) পেশায় দলিল লেখক ছিলেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, রবিবার বিকেলে বাড়ির সামনে পুকুর পাড়ে সোহাগ ও প্রদীপ আপন দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝগড়া-ঝাটি হয়। ঝগড়া-ঝাটির পর রাত ৯টার সময়ও যখন স্বামী প্রদীপ বাসায় ফেরেনি তখন স্ত্রী জিনিয়া আক্তারের ধারনা ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে তাই দেরিতে হলেও প্রদীপ বাড়ীতে ফিরে আসবেন। কিন্তু রাত ১২টার সময়ও প্রদীপ বাড়িতে ফিরে না এলে প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং পুলিশে খবর দেয় স্ত্রী। খবর পেয়ে পুলিশ গিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পাশ থেকে ভাসমান অবস্থায় প্রদীপের লাশ উদ্ধার করে। তার শরীরের পেট ও ডান হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই সোহাগ পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এইচকেআর
