কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ২

পটুয়াখালীতে কিশোর গ্যাং বাদল বাহিনীর হামলায় সাদা পোশাকধারী দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার মূল হোতা মেহেদী হাসান বাদলকে প্রধান করে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শহরের পৌর নিউমার্কেটে প্রবেশ পথ গোল চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন-পুলিশ সদস্য মাসুম মাতবর (২৬) ও জুরান চন্দ্র দে (২৫)।
আহত পুলিশ সদস্য মাসুম জানান, আমরা দুই পুলিশ সদস্য পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত আছি। জুরান আগে থেকে নিউমার্কেটের এবি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিতো। আমি ভর্তি হওয়ার জন্য ওই সেন্টারে যাওয়ার পথে মার্কেটের প্রবেশপথ সংলগ্ন সিঁড়ি দিয়ে দোতালায় ওঠার সময় সাইড দেওয়া নিয়ে বাদল নামে এক তরুণের সাথে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বাদলের নেতৃত্বে ১০/১৫ জনের কিশোর গ্যাং দলের সদস্যরা আমাদের ওপর চড়াও হয় এবং কিলঘুষি মেরে আহত করে। আমার মাথা রক্তাক্ত জখম হয়। জুরানও আহত হয়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএজে
