ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

তালতলীর ৬ ইউনিয়নে নৌকার প্রার্থী ঘোষণা

তালতলীর ৬ ইউনিয়নে নৌকার প্রার্থী ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার তালতলী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন। 

শুক্রবার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নির্বাচন বোর্ডের সভায় উপজেলার ছয় ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। তালিকায় বর্তমান চেয়ারম্যান তিনজন এবং নতুন মনোনয়ন পেয়েছেন তিনজন। 

তবে শুক্রবার রাতে তালিকাভুক্ত মনোনয়ন বঞ্চিত একাধিক ব্যক্তি প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা উল্লেখ করে বলেন, জনপ্রিয় এবং দলের ত্যাগী অনেককেই বঞ্চিত করা হয়েছে বিশেষ সুবিধা নিয়ে। ভাই হত্যায় অভিযুক্ত দীর্ঘ দিনের পলাতক থাকা ব্যক্তিকেও নৌকার প্রার্থী করার অভিযোগ করা হয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে নৌকার প্রার্থীদের বিজয় কঠিন হবে বলেও তারা মন্তব্য করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন