ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

জমি দখলের অভিযোগে কলেজ ছাত্রলীগ সভাপতি কারাগারে

জমি দখলের অভিযোগে কলেজ ছাত্রলীগ সভাপতি কারাগারে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে জমি দখলের অভিযোগের মামলায় পাথরঘাটা ডিগ্রি কলেজের সভাপতি নাইমুল রাব্বিকে জেল হাজতে প্রেরণ করেছে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক (অতিরিক্তি) রাসেল মজুমদার। 

এ ঘটনায় মামলার ১ নম্বর আসামী এনামুল হোসাইনকে ২২ দিনের জামিন মঞ্জুর করেন এবং অন্য আসামীদের স্থায়ী জামিন দেয় আদালত। বৃহস্পতিবার আসামীরা আদালতে হাজির হলে তাদেরকে এ আদেশ দেন আদালত। মামলার বাদী রফিকুল ইসলাম জানান, আমরা স্থানীয়রা গুচ্ছগ্রামের জমি ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। সেই জমি ছেরে দেয়ার জন্য আসামী বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে। পরে এনামুল হোসেন,নাইমুল রাব্বিসহ ভাড়াটিয়া সন্ত্রসীদের নিয়ে হঠাৎ করে হামলা করে আমাদের উপরে। এ নিয়ে বিভিন্নজনের কাছে বিচার চাইলেও কোন বিচার পাইনি। 

পরে প্রধানমন্ত্রী বরাবার স্বারকলিপিদিয়ে আদালতে মামলা দায়ের করি।  বাদী পক্ষের আইনজীবি অ্যাড. সাইফুর ইসলাম জানান, এ মামলায় মোট ১২ জনকে আসামী করে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করেন রফিকুল ইসলাম সিকদার। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে জমি দখলের দায়ে এনামুল হোসাইন ও নাইমুল রাব্বিসহ প্রায় ১২ জনকে অভিযুক্ত করেন।

পরে বৃহস্পতিবার আসামীরা স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে ২ নম্বর আসামী নাইমুল রাব্বিকে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণ করেন এবং আহতদের মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত ১২ নম্বর আসামী এনামুল হোসাইনকে ২২ দিনের জামিন দেন।  এ ব্যাপারে বিবাদী পক্ষের আইনজীবি মো. ফারুক হোসেনের সাথে কথা বললে চাইলে তিনি আদালতের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। 

 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন