কাঠালিয়ায় এক বৃদ্বাকে পিটিয়ে আহত করার অভিযোগ


ঝালকাঠির কাঠালিয়ায় জয়খালী গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে শাহিনুর বেগম (৬০) নামে বৃদ্বাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে যানা গেছে, উপজেলার জয়খালী গ্রামের মৃত শাহেব আলী ছেলে কবির জমিজমা নিয়ে বিরোধ থাকায় শাহিনুর বেগম সুপারি গাছ কাটতে গেলে কবির তাকে পিটাতে থাকে।
এদিকে কবিরের পিটুনিতে মহিলা মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে পিরোজপুর উপজেলার ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্মরত ডাক্তার অবস্থার অবনতি দেখে বরিশাল মেডিকেলে পাঠান। পরে তার মেরুদণ্ড ফেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।
এই বিষয়ে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন আমি ঘটনা শুনেছি, চিকিৎসার জন্য পরার্মশ দেয়া হয়েছে। পরে স্থানিয় ভাবে মিমাংসা করা হবে।
এমইউআর
