ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • স্লিম দেখাতে যা পরবেন

    স্লিম দেখাতে যা পরবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীরের বাড়তি মেদ কমানোর জন্য আমরা প্রতিনিয়ত কতো কিছুই না করে থাকি। অথচ কাজ হচ্ছে না। ফলে অনেকেই মনের মতো ফিট জামা পরতে পারচ্ছেন না। তবে স্লিম হওয়া যাক বা না যাক, নিজেকে স্লিম দেখানো যেতেই পারে অনায়াসে। কিন্তু কিভাবে? এজন্য আমাদের জানতে হবে পোশাক নির্বাচন সম্পর্কে। সঠিক পোশাকের নির্বাচন আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয় ও সুন্দর।

    আসুন জেনে নিই কিভাবে পোশাক নির্বাচন করলে আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে-

    ১. চেষ্টা করুন সবসময় এক রঙের পোশাক পরিধান করার। সালোয়ার, কামিজ, শার্ট, প্যান্ট যাই পরিধান করুন না কেনো, সবই এক রঙের পরলে দেখতে বেশ স্লিম এবং ফিট লাগে আপনাকে।

    ২. ভি, ওয়াই ও ইউ আকৃতির গলার পোশাক করুন। সাথে একটু লম্বা কাটের জামা পরুন। এতে করে বেশ স্মার্ট এবং স্লিম লাগবে আপনাকে।

    ৩. পোশাকে নানা রঙের ব্যবহার না করে একই রঙের পোশাক পরিধান করার চেষ্টা করুন।

    ৪. অন্যান্য রঙের তুলনায় কালো রঙ সবচেয়ে গাঢ়। কালো রঙের পোশাক পরলে আপনাকে অনেকটাই স্লিম দেখাবে। এছাড়া বাদামি, চকোলেট, গাঢ় ধূসর শেড বা নেভী ব্লু রঙের পোশাক পরলে আপনাকে আরও স্লিম দেখাবে।

    ৫. সাদা, অফ হোয়াইট বা খাকি রঙ এর জামাগুলো এড়িয়ে চলুন। কারন এই রঙ গুলোতে আপনাকে আরও ভারি দেখাবে।

    ৬. স্বাস্থ্যবান মানুষের জন্য প্রিন্টের পোশাক এড়িয়ে চলুন । তবে চাইলে ছোট ছোট প্রিন্ট এর জামা পরতে পারেন।

    ৭. সাদামাটা পোশাক পরিধান করুন। খুব বেশী চকচকে পোশাক ও এক্সেসরিজ এড়িয়ে চলা ভালো।

    ৮. আপনাকে মোটা দেখাচ্ছে নাকি স্লিম দেখাচ্ছে তা অনেকাংশে নির্ভর করে আপনার চুল বাঁধার ওপরেও। চুল উঁচু করে টানটান করে বেঁধে নিন অথবা পনিটেল করতে পারেন। এতে করে আপনার মুখ লম্বাটে দেখাবে। ফলে ওজন কম মনে হবে। অবশ্যই মাথার উপরে চুল একটু ফুলিয়ে বাঁধুন। এতে স্লিম লুক আসবে ।

    ৯. স্লিম দেখানোর জন্য লম্বালম্বি স্ট্রাইপ দেয়া পোশাক পরিধান করুন। সাথে একটু উঁচু জুতা পরুন। এতে করে আপনাকে স্লিম এবং স্মার্ট দেখাবে।

    ১০. পেট মোটা হলে পেটের দিকে ঢিলেঢালা এমন পোশাক পরুন ।

    ১১. উচ্চতা কম হলে সালোয়ার খুব বেশি ঢোলা পরবেন না, তাতে আরো খাটো দেখাবে।

    ১২. জিন্স বা প্যান্ট পরার ক্ষেত্রে গাড় রঙকে প্রাধান্য দিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ