কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর গৃহ উদ্বোধন পূর্বক প্রশাসনের সংবাদ সম্মেলন


ঝালকাঠির কাঠালিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহীন পরিবারকে ৩য় পর্যায়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কাঠালিয়া উপজেলায় ৯৯টি ঘর প্রদান বিষয়ক এক সংবাদ সম্মেলন রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মো. মাসউদুল আলম, সিনিয়র সাংবাদিক মো. আব্দুল হালিম, কাঠালিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সহ সভাপতি আসাদুজ্জামান নিসাত সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এইচকেআর
