বরিশাল নগর জাতীয় পার্টির সকল ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা


বরিশাল মহানগর জাতীয় পার্টির (জাপা) ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার বিষয়টি জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও দৃঢ় করার লক্ষ্যে ওয়ার্ডগুলোর কমিটি ঢেলে সাজানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ এপ্রিল) সম্মেলনের মাধ্যমে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হবে। পর্যায়ক্রমে অন্য সব ওয়ার্ড কমিটিগুলোও সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে।
এদিকে আকস্মিক ৩০টি ওয়ার্ড কমিটি ভেঙে দেয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ওয়ার্ড জাপা নেতা কর্মীদের মধ্যে। হঠাৎ কমিটি বিলুপ্ত করায় সাংগঠনিক কার্যক্রম ভেঙে পড়ার পাশাপাশি দলের মধ্যে হযবরল অবস্থার সৃষ্টি হতে পারে বলে জানান মহানগরের বিভিন্ন ওয়ার্ড নেতা কর্মীরা।
এ ব্যাপারে জানতে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে একাধিক ফোন দিলেও রিসিভ করেননি।
মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও ত্যাগী এবং যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া নগরীর অনেক ওয়ার্ডে কমিটি ছিল না। যেসব ওয়ার্ডে কমিটি ছিল তাদের নিষ্ক্রিয়তার কারনেই আগের কমিটি ভেঙে দেয়া হয়েছে।
এসএমএইচ
