ঢাকা শনিবার, ২৬ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেবাচিমে অভিযান, ব্যাগ রেখে পালালেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি শাম্মীর বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি গাজায় ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় লুটিয়ে পড়ছে মানুষ, কান্না থামছে না শিশুদের ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা শেবাচিমে উদ্বোধন হলো আধুনিক মানের কেবিন আমতলীর ইউনিয়ন পরিষদ ভবনগুলোতেই সেবা কার্যক্রম চালু   গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিশন রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত
  • দু’বছর পর সরগরম বরিশালের ইফতার রাজনীতি

    দু’বছর পর সরগরম বরিশালের ইফতার রাজনীতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির কারনে গত দুই বছর পবিত্র রমজান মাসে ইফতার রাজনীতিতে দেখা যায়নি কোন দলকেই। তবে দুই বছর পরে আবার ইফতার রাজনীতিতে সক্রিয় হয়েছে দলগুলো।

    বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি’র পক্ষ থেকে ইফতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এবারে ইফতার আয়োজনে এগিয়ে রয়েছে বিএনপি। কয়েক দফায় তারা ইফতার কর্মসূচি পালন করেছেন। 

    মূলত  নগরীতে রাজনৈতিক দলের ইফতার কর্মসূচি শুরু হয়েছে গত ১৬ এপ্রিল থেকে। এদিন বিএনপি এবং জাতীয় পার্টি পাল্টা পাল্টি ইফতার মাহফিলের আয়োজন করে। এর মধ্যে সংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি। এছাড়া সর্বস্তরের নাগরিকদের নিয়ে আয়োজন করে জাতীয় পার্টি।

    এদিকে, আসামি ২৫ এপ্রিল ইফতার কর্মসূচি পালন করবে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এদিন বরিশাল ক্লাবে বৃহৎ আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে আওয়ামী লীগ। 

    গত ২১ এপ্রিল বরিশাল মহানগর বিএনপি দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয় দফায় ইফতার কর্মসূচি পালন করে। এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২২ এপ্রিল ইফতার কর্মসূচি পালন করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি। 

    এছাড়া ২৩ এপ্রিল সাংবাদিকদের সম্মানে ইফতার কর্মসূচির আয়োজন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। নগরীর বান্দ রোডের একটি রেস্টুরেন্টে এই কর্মসূচির আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন উপস্থিত থাকবেন।

    দলের নেতাকর্মীরা বলছেন, করোনার কারণে দুই বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা রোজার মাসে এক সঙ্গে ইফতার করতে পারেনি। এসময় সরকারি বিধি নিষেধের কারণে কোন আয়োজন করা সম্ভব হয়নি। এবার বিধি নিষেধ নেই এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাজনৈতিক দলগুলো ফের ইফতার কর্মসূচি পালন করছে। তবে এ কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি’র শরিক দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।

    বিএনপির নেতারা বলছেন, এবারের ইফতার রাজনীতিতে বিএনপির এগিয়ে থাকার সুনির্দিষ্ট কারণ রয়েছে। জ্যেষ্ঠ নেতাদের টপকে অনেকটা চ্যালেঞ্চের মুখে পদ-পদবি পেয়েছেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির বর্তমান নেতারা। তাই নিজেদের অস্তিত্বের জানান দিতেই বিএনপি ইফতার রাজনীতিতে ব্যাপকভাবে সক্রিয় হয়েছেন। যদিও ইফতার কর্মসূচির নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির বিরুদ্ধে।

    রমজানে ইফতার কর্মসূচি প্রসঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, রাজনৈতিক দলের আয়োজনে যা কিছুই হয় সেগুলো রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখা হয়। তবে ইফতার আয়োজন একটি রাজনৈতিক কালচার। পূর্বে থেকেই এটা হয়ে আসছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছি।

    মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, রাজনৈতিকভাবে এটি আয়োজন হলেও মূলত ইফতার অনুষ্ঠানটি হলো সামাজিক এবং ধর্মীয় কর্মসূচি। নির্বাচনে আমাদের শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা ভোট দেয় না। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোট দেয়। তাই নিয়েই প্রতি রমজানে ইফতার কর্মসূচির আয়োজন হয়ে থাকে।

    তিনি বলেন, ইফতার কর্মসূচি যুগ যুগ ধরেই হয়ে আসছে। শুধু আমরা বিএনপিই করছি না, ইতিপূর্বে জাতীয় পার্টি করেছে। আওয়ামী লীগও করবে। ইফতার কর্মসূচি দলের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে। আমরা এই আয়োজন করেছি বিদায় দলের নেতাকর্মীদের মধ্যেও উৎসব ছিলো। না করলে এটা নিয়ে প্রশ্নের সম্মুক্ষিণ হতে হতো দাবি করে এই নেতা বলেন, আমাদের এই কর্মসূচিতে কারো কারো সহযোগিতা নিতে হয়েছে। তবে আমরা কাউকে চাপ সৃষ্টি করে সহযোগিতা নেইনি।

    বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, সব কিছুতেই রাজনীতি টানা যাবে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে দুই বছর পরে এই কর্মসূচির আয়োজন করেছি। প্রতি বছরই আমরা এ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু করোনার কারণে গত দু’বছর ইফতার মাহফিল করতে পারেনি। তাই দুই বছর পরে আবার দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সম্মানে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেছি।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ