কাঠালিয়ায় না ফেরার দেশে মানু্ষ গড়ার কারিগর নিরঞ্জন মিস্ত্রী


ঝালকাঠির কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) বাবু নিরঞ্জন মিস্ত্রি (৪৯) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর আউরা গ্রামে তার নিজ বাড়ীতে স্টোক জনিত কারনে মৃত্যু হয়।
নিরঞ্জন মিস্ত্রি মৃত্যুকালে এক স্ত্রী ও দুই পুত্রসহ বহু শুভাকাংখী রেখে যান । তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন সংগঠন শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
নিরঞ্জন উত্তর আউরা গ্রামের নারায়ন চন্দ্র মিস্ত্রীর ছেলে। তিনি একজন জনপ্রিয় মঞ্জ অভিনেতাও ছিলেন।
আজ রাতেই তার নিজ বাড়ীতে সমাহিত করা হবে।
এইচকেআর
