ঢাকা শনিবার, ২৬ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেবাচিমে অভিযান, ব্যাগ রেখে পালালেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি শাম্মীর বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি গাজায় ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় লুটিয়ে পড়ছে মানুষ, কান্না থামছে না শিশুদের ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা শেবাচিমে উদ্বোধন হলো আধুনিক মানের কেবিন আমতলীর ইউনিয়ন পরিষদ ভবনগুলোতেই সেবা কার্যক্রম চালু   গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিশন রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত
  • বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি আটক অত:পর....

    বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি আটক অত:পর....
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নবগঠিত কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বরিশালে মহানগর ছাত্রদলের মিছিলের পর সভাপতিকে আটক করা হয়েছে। 

    ‌রোববার (১৭ এপ্রিল) রাত ৯টায় আনন্দ মিছিলের সময় এক মোটরসাই‌কেলে থাকা চালক ও তার স্ত্রী‌কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রেজাউল ক‌রিম র‌নি‌কে সদর রোডের হো‌টেল আলীর সাম‌নে থে‌কে ধাওয়া ক‌রে আটক ক‌রে পু‌লিশ। প‌রে পু‌লি‌শের মধ‌্যস্থতায় বিষয়‌টি মীমাংসা হ‌লে ছে‌ড়ে দেওয়া হয় তা‌কে। 

    জানা গে‌ছে, কেন্দ্রীয় ছাত্রদ‌লের নবগ‌ঠিত ক‌মি‌টি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রেজাউল ক‌রিম র‌নির নেতৃ‌ত্বে নগরীর অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে থে‌কে সা‌ড়ে ৮টার দি‌কে আনন্দ মি‌ছিল বের ক‌রে ছাত্রদ‌লের নেতাকর্মীরা। মি‌ছিল‌ নি‌য়ে গীর্জা মহল্লা থে‌কে চকবাজা‌রে ঢুক‌তে গে‌লে পু‌লিশ বাধা দেয়। এরপর বাধা উ‌পেক্ষা ক‌রে চকবাজার এলাকায় মি‌ছিল অ‌তিক্রম করার সময় নেতাকর্মী‌দের ধাক্কায় মোটরসাই‌কেল নি‌য়ে চালক ও তার স্ত্রী রাস্তায় প‌রে যায়। আহতরা পু‌লিশ‌কে তাৎক্ষ‌নিক বিষয়‌টি জানায়। ছাত্রদ‌লের ‌মি‌ছিল‌টি অ‌শ্বিনী কুমার হল সংলগ্ন ব‌রিশাল জেলা ও মহানগর বিএন‌পির কার্যাল‌য়ের সাম‌নে এ‌সে শেষ হয়। পু‌লিশ অ‌ভি‌যোগ পে‌য়ে অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে আস‌লে ছাত্রদল সভাপ‌তি র‌নি পালা‌নোর চেষ্টা কর‌লে তা‌কে ধাওয়া ক‌রে আটক করা হয়। 

    ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন ব‌লেন, চকবাজার থে‌কে ছাত্রদ‌লের নেতাকর্মীরা এক‌টি মি‌ছিল নি‌য়ে যাওয়ার সময় নেতাকর্মী‌দের ধাক্কায় মোটরসাই‌কেল নি‌য়ে এক ব‌্যক্তি তার স্ত্রী সহ প‌ড়ে যায়। ওই ব‌্যক্তি বিষয়‌টি পু‌লিশ‌কে জানা‌লে পু‌লিশ বিষয়‌টি জানার জন‌্য বিএন‌পির দলীয় কার্যাল‌য়ের সাম‌নে উপ‌স্থিত হ‌লে মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি সহ নেতকর্মীরা দৌ‌ড়ে পালা‌নোর চেষ্টা ক‌রে। এসময় পু‌লিশ ছাত্রদল সভাপ‌তি‌কে আটক ক‌রে। ‌প‌রে ছাত্রদল সভাপ‌তি অ‌ভি‌যোগকা‌রি‌দের কা‌ছে ক্ষমা চাই‌লে অ‌ভি‌যোগকা‌রিরা সন্তুষ্ট হয় এবং ছাত্রদল সভাপ‌তি‌কে ছে‌ড়ে দেওয়া হয়।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ