ঢাকা রবিবার, ২৭ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেবাচিমে অভিযান, ব্যাগ রেখে পালালেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি শাম্মীর বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি গাজায় ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় লুটিয়ে পড়ছে মানুষ, কান্না থামছে না শিশুদের ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা শেবাচিমে উদ্বোধন হলো আধুনিক মানের কেবিন আমতলীর ইউনিয়ন পরিষদ ভবনগুলোতেই সেবা কার্যক্রম চালু   গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিশন রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত
  • নিজ দলের ইফতার অনুষ্ঠানে মঞ্চে চেয়ার পেলেন না সাবেক সাংসদ টিপু!

    নিজ দলের ইফতার অনুষ্ঠানে মঞ্চে চেয়ার পেলেন না সাবেক সাংসদ টিপু!
    ইফতার অনুষ্ঠানে মঞ্চের বাইরে বসে মোনাজাত করছেন সাবেক ‍এমপি টিপু সুলতান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি আব্দুল জব্বার খান ফাউন্ডেশনের আয়োজনে শনিবার রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেননসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে মূল্যায়নও পেয়েছেন তারা।

    শুধুমাত্র নিজ দলে অবমূল্যায়ন হলেন পার্টির সাবেক সংসদ সদস্য ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। তিনি জায়গা পাননি অনুষ্ঠানের মঞ্চে। দরজার পাশে কাঠের চেয়ারে বসেই ইফতার করতে দেখা যায় তাকে। তবে এ নিয়ে কোন অভিযোগ নেই বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের। তার দাবি তিনি অতিথি আপ্যায়ন নিয়ে বস্ততার কারণে অতিথির আসনে বসার সুযোগ পাননি।

    জানা গেছে, শনিবার স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ রাশেদ খান মেনন মডেল উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিচারপতি আব্দুল জব্বার খান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন- এমপি।

    ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ খান বাদল এর সঞ্চালনায় মাহফিলে মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লুৎফুন নেসা খান, ডা. লায়না খান, মেহের জাবিন খান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরিফ- বীর প্রতীক, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এতোসব অতিথিদের মধ্যে শুধুমাত্র সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের দেখা মেলেনি অতিথির আসনে। ইফতার পূর্বে দোয়া মোনাজাতের তার দেখা মেলে অনুষ্ঠান স্থলের পাশেই একটি কাঠের চেয়ারে। সেখানে বসেই তিনি দোয়া মোনাজাত এবং ইফতার করেছেন।

    প্রত্যক্ষদর্শী দলের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, ‘অনুষ্ঠানের শুরু থেকেই সাবেক এমপি টিপু সুলতান অতিথিদের পাশে বসার চেয়ার পাননি। তাছাড়া তিনি নিজে থেকেও বসার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা যায়নি। মনে হয়েছে অনেকটা মলিন মুখ নিয়েই অনুষ্ঠান শেষ করতে হয়েছে তাকে।

    বিষয়টি নিয়ে বিচারপতি আব্দুল জব্বার খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান বাদল এর সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান বলেন, ‘আসলে বিষয়টি তেমন না। অতিথির মঞ্চে আমারও জায়গা ছিলো। কিন্তু এই অনুষ্ঠানটি আমাদের নিজেদের। তাই পুরো আয়োজন, আপ্যায়ন এবং সকল ব্যবস্থাপনা আমাকেই করতে হয়েছে। এ কারণে মঞ্চে চেয়ারে গিয়ে বসার সুযোগ হয়নি।’

    তিনি আরও বলেন, ‘তাছাড়া যেখানে আমার পার্টির চেয়ারম্যান নিজেই উপস্থিত, সেখানে আমার বসার কি আছে। আমি নিজে থেকেই অতিথিদের বসা এবং আপ্যায়ন করেছি। তাছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার একটু দেরি করে এসেছেন। সাথে একজন ওসি নিয়ে এসেছেন। তাদের বসার ব্যবস্থা করে দিতে হয়েছে। সব থেকে বড় কথা নিজের অনুষ্ঠানে গেস্টের থেকে হোস্টের দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই বড় বিষয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ