'পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল নাই আ.লীগের কারণে'


দেশে শক্তিশালী বিরোধী দল না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকারের ‘দমন-নিপীড়নমূলক’ নানা কর্মকাণ্ডের জন্যই সংসদে শক্তিশালী বিরোধী দল নেই। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ‘এ সমস্ত কথা হল মূল বিষয়কে এড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা; আর কিছু না। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো আমরা আমাদের কথাগুলো বলছি। কিন্তু পার্লামেন্টে বিরোধী দল নাই তাদের কার্যকলাপের কারণে। তারা এ দেশে গণতন্ত্রের কোনো স্পেস, কোনো পরিসরই দেয়নি। সেই ডেমোক্রেটিক স্পেস না থাকলে একটা ফ্যাসিবাদি রাষ্ট্রের মধ্যে কোন ধরণের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন, আমরা ঠিক বুঝি না। ওনি যেহেতু চাচ্ছেন দেখতে অল্প সময়ের মধ্যেও সেটা দেখতে পাবেন।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে চিত্র উঠে এসেছে তাতে বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মির্জা ফখরুল বলেন, এই প্রতিবেদনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। প্রতিবেদনে গত জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি, রাতে ভোট, ভোটারদের ভয়ভীতি দেখানোর কথা বলা হয়েছে, যাতে ওই নির্বাচন প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এতে প্রমাণিত হয় এই জালিয়াত, অনির্বাচিত সরকারের অধীনে কখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
এমইউআর
