ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা 
  • কাঁঠালিয়া প্রেস ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    কাঁঠালিয়া প্রেস ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
    প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলাম মান্নান।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলাম মান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু যে আশা আকাঙ্খা উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, তা বাস্তবায়ন করে যেতে পারেনি। কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আর্দশ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশ এখন উন্নয়নের রোল মডেল। কাঁঠালিয়ার উন্নয়নে তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।  

    কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা ও বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন বেতাগী পৌরসভার কাউন্সিলার মো. আব্দুল মন্নান হাওলাদার, মো. কামাল হোসেন পল্টু, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, মো. শাখাওয়াত হোসেন অপু, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী, অ্যাডভোকেট মো. আব্দুর রহমান নান্টু, শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ¦ মো. মঞ্জিল মোর্শেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি আক্কাস সিকদার, সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুস সালাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. মহশিন খান, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য মো. রাজু খান, বেতাগী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. অলি আহম্মেদ, কাঁঠালিয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কর্মান্ড, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ